Sunday, March 4, 2012

মনে হয় উপদেষ্টারা প্রধানমন্ত্রীর নন, ভারতের: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ট্রানজিট, তিস্তা, আন্তঃনদী সংযোগ বিষয়ে ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে উপদেষ্টারা যে ধরনের কথা বলেন তা দেখে মনে হয় তারা আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নয়, ভারত সরকারের উপদেষ্টা। উপদেষ্টাদের কাজের জবাবদিহিতা কেন নয়? তারা জনগণের অর্থ ভোগ করলেও জনগণের প্রতি দায়বদ্ধ নয়।”

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপনকালে তিনি এ সব মন্তব্য করেন।

পররাষ্ট্রনীতি নিয়ে দীপু মনিকে সতর্ক করে তিনি বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি ‘নতজানু’ নয় বলে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। এ কথা আমিও বিশ্বাস করি। কিন্তু পররাষ্ট্রনীতি বালখিল্যতা নয়।’’

মেনন বলেন, ‘‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তির মধ্য দিয়ে নতুন দিগন্ত উম্মোচন হবে বলে আমরা মনে করেছি। কিন্তু টিপাইমুখ, তিস্তা, আন্তঃনদীর পানি সংযোগ বিষয়ে ভারতের আচরণ দেখে বোঝা যায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে। দুই দেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় ভারতকে চিন্তা করতে হবে এটা ‘ওয়ান ওয়ে ট্র্যাফিক নয়, ডাবল ওয়ে ট্র্যাফিক।’’

উভয় দেশের মধ্যকার ভুল বোঝাবুঝি বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে তিনি ভারত সরকারকে আহবান জানান।

তিনি বলেন, ‘‘মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিক সাগর ও রুনির হত্যা নিয়ে যা হচ্ছে মানা যায়না। 

আমি বুঝিনা, বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর ওপর চাপাচ্ছেন।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন হুমকির মুখে। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পলিসি সামঞ্জস্যপূর্ণ নয়। শেয়ারবাজার থেকে অর্থ লুটপাট জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ গড়ে উঠেছে। এ বিষয়ে আস্থা আনতে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে।’’

তিনি বলেন, ‘‘পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক ফান্ড প্রত্যাহার করে নিয়েছে। এটা অর্থনৈতিক বিষয় নয়, রাজনৈতিক। বিশ্বব্যাংক আমাদের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছে, বিশ্বব্যাংকের দুর্নীতি প্রমাণ করবে কে? ৭৪ সালেও এভাবে বিশ্বব্যাংক ও আইএমএফ অর্থ বরাদ্দ বন্ধ করে দেশে ঝামেলা সৃষ্টি করেছে। আমাদের এগিয়ে যাওয়া বন্ধ করতেই তারা এমনটি করেছে।’’

তত্ত্ববধায়ক বা অন্তবর্তীকালীন সরকার বিষয়ে বিরোধী দল বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেয়ার জন্য খালেদা জিয়ার প্রতি আহবান জানান তিনি। বিএনপি সংসদে এসে প্রস্তাব দিতে লজ্জা পেলে বাইরে সুনির্দিষ্ট প্রস্তাব দিক বলেও মন্তব্য করেন তিনি।